শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

‘বহিরাগতদের কোনোভাবেই দলে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না ’          

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৪, ১১:২০ এএম

শেয়ার করুন:

‘বহিরাগতদের কোনোভাবেই দলে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না ’          

বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে কেন্দ্রীয় তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির মতবিনিময় সভা করেছেন। সেখানে তিনি বলেছেন, বহিরাগতদের কোনোভাবেই দলে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। 

শুক্রবার (৯ জুলাই) সন্ধ্যায় বর্তমান পরিস্থিতি নিয়ে প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা করেন তিনি।


বিজ্ঞাপন


আরও পড়ুন: মাদারীপুরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসনের জরুরি সভা

এ সময় ড. কাজী মনিরুজ্জামান মনির বলেন, দেশের চলমান প্রেক্ষাপটে তরুণ প্রজন্ম ছাত্রদের বিজয় হয়েছে। এ বিজয় ধরে রাখতে প্রতিহিংসা দূর করতে হবে। সবাইকে সম্মিলিতভাবে দেশের স্বার্থে কাজ করতে হবে। 

বহিরাগতদের কোনোভাবেই দলে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। বিএনপির কেন্দ্রীয় নেতারা এ নির্দেশনা দিয়েছেন। জনগণের জান-মাল রক্ষা করতে সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানসহ তাদের সুরক্ষায় নেতা-কর্মীদের পাশে থেকে কাজ করার নির্দেশনা দেন তিনি।

আরও পড়ুন: নিহত ছাত্রদের স্মরণে মিরসরাইয়ে বিএনপির দোয়া মাহফিল


বিজ্ঞাপন


প্রেসক্লাব সভাপতি মশিউর রহমান মাসুমের সভাপতিত্বে এ মতবিনিময়ের সময় বিএনপি নেতার সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ সোহেল এবং অন্য নেতারা।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর