মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ঢাকা

ভারতে তক্ষক পাচার চক্রের ২ সদস্য আটক

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২২ মে ২০২২, ০৬:৪৩ পিএম

শেয়ার করুন:

ভারতে তক্ষক পাচার চক্রের ২ সদস্য আটক
ছবি: ঢাকা মেইল

অবৈধ পথে ভারতে তক্ষক পাচারের সঙ্গে যুক্ত একটি চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। ওই সময় তাদের কাছ থেকে বিভিন্ন দৈঘ্যের তিনটি তক্ষক জব্দ করা হয়েছে।

রোববার (২২ মে) বিকেলে র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গতকাল রাতে হাটহাজারীর উপেজলার কাটিরহাট বাজার থেকে তাদের আটক করা হয়।


বিজ্ঞাপন


আটক ব্যক্তিরা হলেন, মো. বিল্লাল হোসেন (৩০) ও মো. জসিম মীর (২৬)। এদের বাড়ি চট্টগ্রামের খাগড়াছড়ি এলাকায়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক(গণমাধ্যম) মো. নূরুল আবছার বলেন, আটক ব্যক্তিরা বন্যপ্রাণী অবৈধভাবে সংরক্ষণ করে ভারতে পাচার করে দিতো। ঘটনার দিন ঢাকায় তক্ষক বিক্রির জন্য ঘটনাস্থলে অবস্থান নেয়। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে খবর খাওয়ার পর র‌্যাব সেখানে অভিযানে যায়। এসময় তাদের কাছ থেকে ১১ দশমিক ৮ ইঞ্চি, ৮ দশমিক ৫ ইঞ্চি এবং ৭ দশমিক ৪ ইঞ্চির তিনটি তক্ষক পাওয়া গেছে। পরে তক্ষকগুলো বনে ছেড়ে দেওয়া হয়েছে।

এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর