রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শহীদ রায়হানের জানাজায় মানুষের ঢল

জেলা প্রতিনিধি, রাবি
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৪, ০৫:৩২ পিএম

শেয়ার করুন:

পদত্যাগ করলেন বেরোবি ভিসি

শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনে রাজশাহীর আলুপট্টিতে গুলিবিদ্ধ হয়ে ৩দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর গতকাল মারা যান আলী রায়হান নামের এক শিবির নেতা। এদিকে আজ তার জানাজার নামাজে অংশ নিতে বৃষ্টি উপেক্ষা করে হাজারও মানুষের ঢল দেখা যায়।

শুক্রবার (৯ আগস্ট) বেলা ৩টা ২০ মিনিটে রাজশাহী কলেজ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন।


বিজ্ঞাপন


আলী রায়হান রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের পড়াশোনা শেষ করেছেন। তিনি রাজশাহী মহানগর শিবিরের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বাসা রাজশাহীর তাহেরপুর এলাকায়।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৫ আগস্ট অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজশাহী আলুপট্টি এলাকার দিকে যান। শিক্ষার্থীরা রাজশাহীর মহানগর আওয়ামী লীগের অফিসে পাশে স্বচ্ছ টাওয়ারে গেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় গুলিবিদ্ধ হোন রাজশাহী মহানগর শিবিরের সাংগঠনিক সম্পাদক আলী রায়হান। পরে তিনদিন রাজশাহী মেডিকেল কলেজে আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর গতকাল মারা যান তিনি। আজ তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

আলী রায়হানের জানাজায় অংশ নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, শিক্ষার্থীরা বাংলাদেশ জালেম সরকারের হাত থেকে মুক্ত করেছে। এখন যদি কেউ আবারও বাংলাদেশে দুর্নীতি ও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে তাহলে বাংলাদেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। জনগণ যাদের ফুলের মালা দিয়ে বরণ করতে পারে তাদেরকে দেশ ছাড়াও করতে পারে। যারা জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে তাদের রক্তের দাগ না শুকাইতে অন্য একটি দল লুট ও নৈরাজ্য সৃষ্টি করতে শুরু করেছে, তাদেরকে আমরা ঘৃণা করি। এমন কোন অন্যায় দেখলে রুখে দাঁড়ানোর আহবান জানান জামায়াতের এ আমীর।

এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় জামায়াতে নেতাকর্মী, বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল ইলসাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা, শিবিরের সর্বস্তরের নেতাকর্মীসহ রাজশাহী নগরীর বিভিন্ন স্তরের জনগণ এতে অংশ নেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর