শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি বন্ধ 

বিশেষ প্রতিনিধি, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৪, ০৮:৫০ এএম

শেয়ার করুন:

২ দিনে নাফ নদীতে মিললো ৩১ লাশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ছাত্ররাজনীতি বন্ধ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। 

বুধবার (৭ আগস্ট) ছাত্ররা দুই দফা দাবি পেশ করে। এরপরই ছাত্ররাজনীতি বন্ধ করা হয় সেখানে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন কুবি শিক্ষার্থী 

বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী ব্যক্তিদেরর সঙ্গে জরুরি বৈঠকের সুপারিশের ভিত্তিতে ক্যাম্পাসে "ছাত্র-রাজনীতি" বন্ধের এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বুধবার (৭ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা দুই দফা দাবি পেশ করেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে। দুই দফায় বলা হয়- ১. বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি অর্থাৎ ছাত্ররাজনীতি, শিক্ষক রাজনীতি ও কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি বন্ধ করতে হবে। ২. প্রশাসনিক দায়িত্ব বন্টনের প্রেস রিলিজ বাতিল করে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নতুন প্রশাসন গঠন করতে হবে।

আরও পড়ুন: আমির হোসেন আমুর বাসভবন থেকে ৫ কোটি টাকা উদ্ধার


বিজ্ঞাপন


ছাত্ররাজনীতি বন্ধ হলেও বন্ধ হয়নি শিক্ষক রাজনীতি ও কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি। এ ব‍্যাপারে আন্দোলনকারী শিক্ষার্থী জেনাস ভৌমিক বলেন, আমরা দুই দফা দাবি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে পেশ করেছি। কিন্তু, প্রশাসন আমাদের প্রথম দফার কিছু বিষয় মেনে নিয়েছে। দুই দফা বাস্তবায়ন না হওয়া পযর্ন্ত আমাদের কার্যক্রম অব‍্যাহত থাকবে। রোববার থেকে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর