শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

বরিশালে সংখ্যালঘুদের নিরাপত্তাসহ সামাজিক কাজে শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৪, ০৭:৩৫ পিএম

শেয়ার করুন:

বরিশালে সংখ্যালঘুদের নিরাপত্তাসহ সামাজিক কাজে শিক্ষার্থীরা

সেনাবাহিনী ছাড়া মাঠে কোন আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা না থাকলেও বরিশালে অনেকটাই স্বাভাবিক রয়েছে সাধারণ মানুষের চলাচল।

বুধবার (৭ আগস্ট) দিনরাত সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদান, ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা কার্যক্রম, এলাকাভিত্তিক পাহারা প্রদানসহ নানা সমাজসেবা মূলক কাজে অংশ নিয়েছে শিক্ষার্থীরা।


বিজ্ঞাপন


নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন ধর্মের উপসনালয়গুলোতে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে বলে জানা গেছে। এ কারণে নগরীর দোকানপাটসহ, সপিংমল ও অফিস আদালত খুলেছে। গত কয়েকদিনের চেয়ে সড়কগুলোতে রিকশা, ব্যাটারি রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন ধরণের গণপরিবহণ এবং মোটরসাইকেলসহ ব্যক্তিগত গাড়ির চলাচল বেড়েছে।

আর বাড়তি গাড়ির চাপ সামাল দিতে সড়কে ট্র্যাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে শিক্ষার্থীরা মাঠপর্যায়ে কাজ করছে। তবে মঙ্গলবারের থেকে বুধবারে ট্র্যাফিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রম উপস্থিতি যেমন বেড়েছে, তেমনি তাদের কর্ম এলাকাও বাড়ানো হয়েছে।

সিএনজি চালক মোতালেব হোসেন বলেন, বুধবার নগরীর এমন কোন ব্যস্ততম সড়ক নেই কিংবা সড়কের মোড় নেই যেখানে শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়নি। তারা যানবাহন চলাচলে সার্বিক সহযোগিতা করছেন। তারা হাত ও বাঁশির মাধ্যমে ট্র্যাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন।

সাধারণ শিক্ষার্থীরা বলছেন, এ দেশটা যেমন আপনার তেমনি আমারও। তাই বর্তমান পরিস্থিতিতে আমরা দেশটাকে সুন্দর-স্বাভাবিক রাখতে যেমন চাই। তেমনি সকল ধর্ম-বর্ণের মানুষের যানমালের নিরাপত্তা নিশ্চিত করে সবাইকে নিয়ে বসবাসও করতে চাই।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর