রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

ঝাড়ু-বেলচা নিয়ে সড়ক পরিষ্কারে নাটোরের শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৪, ০২:০১ পিএম

শেয়ার করুন:

ঝাড়ু-বেলচা নিয়ে সড়ক পরিষ্কারে নাটোরের শিক্ষার্থীরা

নাটোর শহরের বিভিন্ন সড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতা করতে হাতে ঝাড়ু ও বেলচা নিয়ে সড়কে নেমেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বুধবার (৭ আগস্ট) সকালে শহরের নিচাবাজারে এলাকায় সড়ক পরিষ্কারে নামেন বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা।


বিজ্ঞাপন


কোটা বিরোধী আন্দোলনের সময় শহরের বিভিন্ন স্থানে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইটপাটকেল-লাঠিসোটা পরিষ্কারসহ নানা আবর্জনা পড়ে ছিল তা পরিষ্কার করতে নামে তারা।

সরেজমিনে দেখা গেছে, শহরের সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন ময়লা-আবর্জনা সরিয়ে নিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঝাড়ু ও বেলচা দিয়ে রাস্তা পরিষ্কার করছে। এসময় ময়লা, ফুটপাতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করে তা ব্যাগে তুলে নেন। এসময় সড়কের শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেও দেখা গেছে।


বিজ্ঞাপন


পরিষ্কার-পরিচ্ছন্নতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, আমরা সবাইকে শান্ত থাকার আহবান জানাই। আমরা নতুনভাবে দেশে স্বাধীনতা এনেছি। আমরা নতুনভাবে বাংলাদেশকে দেখতে চাই। সন্ত্রাস, ঘুষখোর, দুনীতিবাজ মুক্ত দেশ দেখতে চাই। সেজন্য নাটোরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আমরা শিক্ষার্থীরা সড়কে নেমেছি। আমরা সকল আর্বজনা তুলে নিচ্ছি।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর