যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মালিকানাধীন পাঁচ তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে অগ্নিসংযোগের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮।
শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের পর সোমবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে এ ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: আ.লীগ নেতা ও তার গাড়িচালককে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ফায়ার সার্ভিসের নির্বাহী পরিচালক কেএম মামুন। তিনি জানান, জাবির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়ে ১৮ জনে। এছাড়া হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকে।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ বলেন, ‘জাবির হোটেলে অগ্নিদগ্ধ ১৮ জনের মরদেহ হাসপাতালের মর্গে আনে ফায়ার সার্ভিসের টিম। এ ঘটনায় আহত হয়েছে দেড়শ জনের মতো। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।’
আরও পড়ুন: ঝিনাইদহে আগুনে পুড়ে মরলেন ২ আন্দোলনকারী
বিজ্ঞাপন
এদিকে শাহীন চাকলাদারের হোটেল ছাড়াও তার শহরের কাজী পাড়া কাঠালতলাস্থ বাসভবন, কাজীপাড়াতে যশোর-৩ (সদর) আসনের এমপি কাজী নাবিল আহমেদের বাসা, জেলা আওয়ামী লীগের কার্যালয়, শেখ রাসেলের ভাস্কর্য-সহ বিভিন্ন সরকারি স্থাপনা ভাংচুরের ঘটনা ঘটেছে।
যশোরে ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান বলেন, ‘অনেক দিন ধরে যশোরে আন্দোলন করে আসছি। যশোরের কোথাও সহিংসতার ঘটনা ঘটেনি। আজ আমাদের বিজয়ের দিনে এমন ঘটনা ঘটেছে, এটা দুঃখজনক। সাধারণ শিক্ষার্থীরা এসব ঘটনা ঘটায়নি। যারা করেছে, তাদের রাজনৈতিক কোনো উদ্দেশ্য রয়েছে।
প্রতিনিধি/ এমইউ