সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঠাকুরগাঁওয়ে এমপির বাসায় অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৪, ০৯:২৯ পিএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁওয়ে এমপির বাসায় অগ্নিসংযোগ

আওয়ামী লীগ সরকারের ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের বাসভবনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। তথ্যচিত্র ধারণের দুর্বৃত্তদের হামলায় তিন জন সাংবাদিককে আহত হন। এছাড়াও অন্যদিকে আরও দুই সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৫ আগস্ট) বিকেলে শহরের কলেজ পাড়া এলাকায় অবস্থিত এমপির বাসভবনে অগ্নিসংযোগ করার ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


জানা যায়, দুপুরে ৩টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবরে ছাত্র-জনতা শহরের বিভিন্ন দিক থেকে আনন্দ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে (বড় মাঠ) অবস্থিত জেলা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জামায়াত হতে থাকে।

পরে আনন্দ মিছিলের একটি অংশ শহরের আর্ট গ্যালারি হয়ে কলেজ পাড়ার সামনে অবস্থান নেয়। এ সময় ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের বাসায় ভাংচুড় এবং অগ্নিসংযোগ করে একটি দুষ্কৃতিকারী চক্র ও দুর্বৃত্তরা।

এসময় সাংবাদিকরা ভাংচুর ও অগ্নিসংযোগের ভিডিও ধারণ করতে গেলে দুর্বৃত্তরা বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি খোদা বকশ ডাবলু , এসএটিভির জেলা প্রতিনিধি জাকির মোস্তাফি মিলু ও জি টিভির জেলা প্রতিনিধির এমদাদুল হক ভুট্টুর ওপরে হামলা ও মারপিট করে তাদের আহত করে। এছাড়াও তাদের দুইটি মোটরসাইকেল এবং মোবাইল ফোন ভাঙচুর করে।

বাংলাভিশন টেলিভিশন জেলা প্রতিনিধি খোদা বকশ ডাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেইলকে বলেন, দুর্বৃত্তরা এমপির বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এসময় আমরা ৩ জন সাংবাদিক ঘটনার তথ্যচিত্র সংগ্রহ করতে গেলে কিছু সংখ্যক দুর্বৃত্তরা আমাদের ওপর হামলা করে আমাদের আহত করে। এছাড়াও তারা আমাদের দুটি মোটরসাইকেল ভাঙচুর ও মোবাইল ফোন গুলো ভেঙ্গে দেয়। সেখান থেকে আমরা স্থানীয়দের সহায়তায় কোনো মতো বেঁচে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করি। আমার জনগণের জন্য কাজ করি কিন্তু তথ্যচিত্র সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হচ্ছি আমরা। এমনকি অনেক সময় অনেক সাংবাদিককে প্রাণ দিতে হয়েছে।


বিজ্ঞাপন


তাছাড়া মাছরাঙা টেলিভিশনের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লব ও  লোকায়ন পত্রিকার রুহিয়া প্রতিনিধি দুলাল হকের বাড়িতে হামলা ও লুটতরাজ চালিয়েছে দুর্বৃত্তরা বলে ঢাকা মেইলকে জানান, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লব।

এছাড়াও জানা যায়, জেলার অন্যান্য উপজেলা গুলোতে আওয়ামী সরকারের বিভিন্ন নেতাকর্মীদের বাসায়ও ভাংচুড় ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

এবিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রাসাদ পাঠক ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমবিএম ফিরোজ ওয়াহিদ এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা ব্যস্ততা দেখিয়ে এবিষয়ে কোনো মন্তব্য করেননি।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর