শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

কুয়াকাটা সৈকতে এবার ভেসে এলো জীবিত ডলফিন

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২২ মে ২০২২, ০১:৪৫ পিএম

শেয়ার করুন:

কুয়াকাটা সৈকতে এবার ভেসে এলো জীবিত ডলফিন

কুয়াকাটা সৈকত থেকে জীবিত কচ্ছপ উদ্ধারের পর মাত্র ২৩ ঘণ্টার ব্যাবধানে জেলেদের জালে পেঁচিয়ে ভেসে এসেছে এক জীবিত ইরাবতী ডলফিন।

রোববার (২২ মে) সকাল ৯টায় সৈকতের তিন নদীর মোহনায় ডলফিনটি দেখতে পেয়ে ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেয় স্থানীয়রা।


বিজ্ঞাপন


dolphin

ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু জানান, সকালে জীবিত অবস্থায় ভেসে আসার প্রায় দেড় ঘণ্টা পর ডলফিনটি মারা গেছে। ৮ ফুট দৈর্ঘ্যের এ ডলফিনটির শরীরে বেশ কিছু আঘাতে চিহ্ন দেখা গেছে। এটি জালে পেঁচানো ছিল। ডলফিনটির পেটে বাচ্চা রয়েছে।

ওয়ার্ল্ডফিসের জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি জানান, এই প্রথম সৈকতে জীবিত ইরাবতি প্রজাতির মা ডলফিন ভেসে এসেছে। ডলফিনটি ভেসে আসার কারন অনুসন্ধানে আমরা গবেষণা করছি।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর