শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

পুলিশভ্যানে ধাক্কা দিয়ে পলাতক সেই বাসচালক গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২২ মে ২০২২, ০১:৩২ পিএম

শেয়ার করুন:

পুলিশভ্যানে ধাক্কা দিয়ে পলাতক সেই বাসচালক গ্রেফতার

চট্টগ্রাম মহানগরীর সাগরিকায় শিল্প পুলিশের পিকআপভ্যানে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া সেই বাস চালককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ মে) রাত ৯টায় নগরীর পাহাড়তলী বাজার এলাকার এক দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


রোববার (২২ মে) সকালে বিষয়টি জানিয়েছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান।

গ্রেফতার বাস চালককের নাহিদুল ইসলাম স্বপন (২৬)। তিনি নোয়াখালী জেলার সুধারাম থানার মো. হানিফের ছেলে।

ওসি জানান, গোপন সূত্রে খবর পেয়ে পাহাড়তলী থানা পুলিশের এক টিম রাতে পাহাড়তলী বাজারে অভিযান চালায়। এ সময় এক দোকানে গা-ঢাকা দেওয়া অবস্থায় বাসচালক স্বপনকে গ্রেফতার করা হয়। বাসের হেলপারকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, শনিবার (২১ মে) সকালে নগরীর সাগরিকা মোড় এলাকায় ১১ নম্বর রোডে শিল্প পুলিশের পিকআপ ভ্যানে ধাক্কা দেয় যাত্রীবাহী এক বাস। এতে ১৩ পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হলেও পালিয়ে যান চালক ও হেলপার।


বিজ্ঞাপন


এ ঘটনায় শিল্প পুলিশের এসআই নাজমুল হাসান মোল্লা বাদী হয়ে পাহাড়তলী থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই রাতে পাহাড়তলী বাজার এলাকায় অভিযান চালিয়ে পলাতক চালককে গ্রেফতার করা হয়। আহত শিল্প পুলিশের সদস্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আইকে/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর