শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

থমথমে ব্রাহ্মণবাড়িয়া, বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ-ভাংচুর 

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া 
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৪, ০৩:২৫ পিএম

শেয়ার করুন:

থমথমে ব্রাহ্মণবাড়িয়া, বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ-ভাংচুর 

ব্রাহ্মণবাড়িয়ায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে থমথমে পরিবেশ বিরাজ করছে। তবে সোমবার (৫ আগস্ট) দুপুর ১২টার পর থেকে জেলা শহর উত্তপ্ত হয়ে ওঠে।

সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, দুপুর ১২টার দিকে জেলা শহরের বিরাসার থেকে পাঁচ শতাধিক লোকজনের একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে নেই যানবাহন

এ সময় মিছিলকারীরা শহরের ব্যাংক এশিয়া ভাংচুর করে। পরে শহরের বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করে। দুপুর একটার দিকে সদর থানার সামনে রাখা তিনটি ভ্যানে আগুন ধরিয়ে দেয় তারা। 

পরে মিছিলকারীরা জেলা শহরের কাজীপাড়া এলাকায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শোভন, মুন্সেফপাড়া এলাকায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রিদোয়ান আনসারী রিমো, মেড্ডা এলাকায় শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মঞ্জুরে মাওলা ফারানির বাড়ি ভাংচুর করে। 

আরও পড়ুন: সাভারে আন্দোলনকারীদের সঙ্গে আ.লীগের সংঘর্ষ, নিহত ১


বিজ্ঞাপন


দুপুর দেড়টার দিকে সংবাদ সংগ্রহ করতে গেলে আরটিভির সাংবাদিক আজিজুর রহমান পায়েল তাদের হামলায় গুরুতর আহত হয়। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর