শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

সিলেটে মৃতের সংখ্যা বেড়ে ৬

জেলা প্রতিনিধি, সিলেটে
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৪, ০১:৪৯ পিএম

শেয়ার করুন:

এমপি শেখ হেলালের বাড়িতে আগুন

সিলেটে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আরেকজন নিহত হয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো ছয়।

রোববার (৪ আগস্ট) রাত ৯টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসান আহমদ (২০) নামের গুলিবিদ্ধ তরুণের মৃত্যু হয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: নারায়ণগঞ্জে সংঘর্ষে আহত ২০, গুলিবিদ্ধ ৬

নিহত হাসান গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণের রায়গড় গ্রামের মৃত সরই মিয়ার ছেলে।

হাসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ভাই মনসুর আলম বলেন, হাসান গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ বাজারে টেইলার্সের কাজ করতেন। গতকাল দুপুরে ঢাকাদক্ষিণ বাজার এলাকায় সংঘর্ষ হলে তিনি গুলিবিদ্ধ হন। পরে বিকেলে তাকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। রাত সাড়ে ৯টার দিকে তার লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: বরিশালে বিজয় উল্লাসে জনতার ঢল


বিজ্ঞাপন


গতকাল গোলাপগঞ্জ ও একই উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে দুপুর ১২টা থেকে পুলিশ, ছাত্রলীগ ও বিজিবি সদস্যদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। 

এতে নিহতরা হলেন - গোলাপগঞ্জের দত্তরাই গ্রামের মিনহাজ আহমদ (২৬), নিশ্চিন্ত গ্রামের নাজমুল ইসলাম (২২), সানি আহমদ (১৮) ও তাজ উদ্দিন (৪০), গোলাপগঞ্জ পৌর এলাকার ঘোষগাঁওয়ের গৌছ উদ্দিন (২৯) ও ঢাকাদক্ষিণ রায়গড়ের হাসান আহমদ (২০)। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গোলাপগঞ্জের আহত ১১ জন চিকিৎসাধীন আছেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর