বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

চাঁদপুরে লঞ্চ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৪, ০৩:৪৪ এএম

শেয়ার করুন:

loading/img

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতি ও দেশে কারফিউ জারি করায় অনির্দিষ্টকালের জন্য চাঁদপুর থেকে সবধরনের লঞ্চ চলাচল স্থগিত করেছে বিআইডব্লিউটিএ।

রোববার (৪ আগস্ট) রাতে এই তথ্য নিশ্চিত করেন নৌ বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মো. বছির আলী খান।


বিজ্ঞাপন


এই কর্মকর্তা বলেন, আজ ৬ আগস্ট রাত ১২টা থেকে চাঁদপুর নদী বন্দর থেকে চাঁদপুর-ঢাকা এবং চাঁদপুর-নারায়ণগঞ্জসহ চাঁদপুর থেকে দেশের বিভিন্ন স্থানের নৌ পথের সকল যাত্রীবাহী লঞ্চ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করা হয়েছে।

এর আগে, রোববার (৪ আগস্ট) সন্ধ্যা ছয়টা থেকে কারফিউ ঘোষণা করেছে সরকার। ঢাকাসহ সব বিভাগীয় শহর, জেলা সদর ও সিটি করপোরেশনে কারফিউ বলবৎ থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

অন্যদিকে, শিক্ষার্থীদের ডাকা অসহযোগ আন্দোলনের মধ্যে সোমবার (৫ আগস্ট) থেকে তিনদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচির প্রথম দিনেই অগ্নিগর্ভ হয়ে উঠেছে পুরো দেশ। রোববার (৪ আগস্ট) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। দিনভর সংঘর্ষে ১৪ পুলিশসহ অন্তত ৮৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ।


বিজ্ঞাপন


নিহতদের মধ্যে ১৪ জন পুলিশ সদস্য রয়েছেন। এছাড়া আন্দোলনকারী শিক্ষার্থী, আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মী এবং সাধারণ পথচারী মারা গেছেন।

নিহতদের মধ্যে সিরাজগঞ্জে ১৩ জন পুলিশসহ ২২ জন, নরসিংদীতে ৬ জন, রংপুরে ৫ জন, ফেনীতে ৮ জন, ঢাকায় ১১ জন, পাবনায় ৩ জন, বগুড়ায় ৩ জন, কিশোরগঞ্জে ৪ জন, ভোলায় ৩ জন, লক্ষ্মীপুরে ৩ জন, মুন্সীগঞ্জে ৩ জন, মাগুরায় ৪ জন, সিলেটে ২ জন, কুমিল্লায় ২ জন, শেরপুরে ৩ জন, হবিগঞ্জে একজন, ঢাকার আশুলিয়ায় একজন, কেরানীগঞ্জে একজন, বরিশালে একজন, জয়পুরহাটে একজন, গাজীপুরে একজন মারা গেছেন।

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন