শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

পাওনা টাকা চাওয়ায় হামলা, একই পরিবারের আহত ৪

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২২ মে ২০২২, ১২:৫৮ পিএম

শেয়ার করুন:

পাওনা টাকা চাওয়ায় হামলা, একই পরিবারের আহত ৪

মাদারীপুরের মস্তফাপুরে পাওনা টাকা চাওয়ায় রাজমিস্ত্রি রাসেল ব্যাপারীসহ (২৮) তার পরিবারের চারজনকে কুপিয়ে জখম করা হয়েছে।

শনিবার (২১ মে) রাতে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের পশ্চিম খইয়ারভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


রোববার (২২ মে) সকালে মাদারীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল নন্দি বিষয়টি জানিয়েছেন।

আহতরা হলেন– পশ্চিম খইয়ারভাঙ্গা এলাকায় মৃত রশীদ ব্যাপারীর ছেলে রাজমিস্ত্রি মো. রাসেল ব্যাপারী (২৮), রাসেলের ছোট ভাই রাজীব ব্যাপারী (২২), চাচা জুয়েল ব্যাপারী (২৮) ও রাসেলের বোন জামাই মজিবর মাতুব্বর (৩৫)। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই শ্যামল নন্দি জানান, প্রায় এক বছর আগে রাসেল ব্যাপারী খইয়ারভাঙ্গা এলাকায় রাজমিস্ত্রি ইমরান খানকে পাঁচ হাজার টাকা ধার দেন। রাসেলের পাওনা টাকা ফেরত না দেওয়ায় শনিবার সন্ধ্যায় ইমরানের বাড়িতে যান তিনি। এ সময় রাসেল তার টাকা ফেরত চান। ইমরান টাকা ফেরত না দিলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায় ইমরান তার লোকজন নিয়ে রাসেলের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীদের বাধা দিতে গেলে রাসেলের ভাই, চাচাসহ আরও তিনজনকে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের চিকিৎসক রিয়াদ মাহামুদ বলেন, ‘চার জনের মধ্যে দুজন গুরুতর আহত। তাদের ধারালো দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। মাথায় গুরতর জখম আছে। তারা দুজন এখনো শঙ্কামুক্ত নয়।’


বিজ্ঞাপন


হামলার শিকার রাসেলের চাচা দিদার ব্যাপারী বলেন, ‘ইমরানের কাছে পাওনা টাকা চাওয়ায় তিনি স্থানীয় সন্ত্রাসী কবির মাতুব্বর, সোলাইমান মাতুব্বর, হৃদয় খানসহ আরও ৭ থেকে ৮ জনকে নিয়ে আমাদের ওপর হামলা করেছে। আমরা বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। হামলাকারীদের আমরা বিচার চাই।’

অভিযোগের বিষয় জানতে চাইলে ইমরান খান বলেন, ‘টাকা না দেওয়ায় রাসেল আমাকে হুমকি দেয়। প্রথমে রাসেল তার লোকজন নিয়ে এসে আমার গায়ে হাত তোলে। পরে আমার প্রতিবেশিরা রাসেলকে প্রতিরোধ করে।’

এসআই শ্যামল নন্দি আরও জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বর্তমানে হামলাকারীরা এলাকায় কেউ নেই। সবাই পলাতক আছে। তাদের আটক করতে পুলিশ কাজ করছে।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর