শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

কুমিল্লায় জেলা মৎস্য কর্মকর্তার গাড়িতে আগুন  

জেলা প্রতিনিধি, কুমিল্লা 
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৪, ০৮:৪২ এএম

শেয়ার করুন:

কুমিল্লায় জেলা মৎস্য কর্মকর্তার গাড়িতে আগুন  

শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে এসিল্যান্ডের গাড়িতে আগুন দেওয়ার পাঁচ ঘণ্টা পর জেলা মৎস্য কর্মকর্তার গাড়িতে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা।

শনিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে চান্দিনা থেকে কুমিল্লা শহরে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঠেরপুল এলাকায় গাড়ির গতি রোধ করে প্রথমে ভাংচুর এবং পরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: ফেনীতে মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ৩ প্রতিষ্ঠান পুরস্কৃত 

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকায় চান্দিনা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) গাড়িতে আগুন দেয় দুষ্কৃতকারীরা।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলা মৎস্য কর্মকর্তা মো. বেলাল হোসেন চান্দিনা থেকে কুমিল্লার উদ্দেশে রওনা হয়ে কাঠেরপুল এলাকায় পৌঁছলে তার গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। সেখানে আন্দোলনরত কোনো শিক্ষার্থী না থাকলেও দুষ্কৃতকারীরা পেট্রোল ঢেলে মৎস্য কর্মকর্তার গাড়িতে আগুন দেয়।

আরও পড়ুন: শাপলা মৎস্যজীবী সমিতি ফেনী জেলার সেরা 


বিজ্ঞাপন


এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব জানান, আন্দোলনে কিছু শিক্ষার্থী থাকলেও তাদেরকে আমরা বুঝিয়ে বলায় তারা বিক্ষোভ শেষে মহাসড়ক থেকে সরে যায়। দুষ্কৃতকারীরা এসিল্যান্ডের গাড়িতে অগ্নিসংযোগ করেই থেমে থাকেনি। প্রথম ঘটনার প্রায় পাঁচ ঘন্টা পর জেলা মৎস্য কর্মকর্তার গাড়িতে অগ্নিসংযোগ করে তারা। যারা এসব ঘটনা ঘটিয়েছে, তারা কেউ শিক্ষার্থী নয়।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর