শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

দিনাজপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি, দিনাজপুরে
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৪, ০৯:০২ পিএম

শেয়ার করুন:

loading/img

দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাক, পিকাপ ভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল চালক খন্দকার মনসুর আলী (৪৫) নিহত হয়েছেন।

শনিবার (৩ আগস্ট) দুপুর দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নবাবগঞ্জ উপজেলার বাজিতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নবাবগঞ্জ থানার এস আই সোহেল রানা বলেন- বালুবাহী একটি ট্রাক গোবিন্দগঞ্জ অভিমুখে যাওয়ার পথে বাজিতপুর নামক স্থানে পৌছিলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও পিকাপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় মোটরসাইকেল চালক খন্দকার মনসুর আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। 

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন