বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

কোটা আন্দোলনে হত্যা ও গ্রেফতারের প্রতিবাদে সুনামগঞ্জে সমাবেশ

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৪, ০৯:২৭ পিএম

শেয়ার করুন:

কোটা আন্দোলনে হত্যা ও গ্রেফতারের প্রতিবাদে সুনামগঞ্জে সমাবেশ

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী শিক্ষার্থী-জনতা হত্যা, নির্বিচারে মামলা ও গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে সুনামগঞ্জের সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলো। গানে-কবিতায় ও বক্তব্যে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করে তারা।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল ৫টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সুনামগঞ্জের সর্বস্তরের সামাজিক ও সংস্কৃতিকর্মীরা।


বিজ্ঞাপন


পাশাপাশি সংহতি জানিয়ে যোগ দেন আইনজীবী, সাংবাদিক, সচেতন নাগরিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। গান আর কবিতার ফাঁকে ফাঁকে চলে প্রতিবাদী বক্তব্য। 

বক্তারা বলেন, একটি স্বাধীন দেশে এত মৃত্যু দেখে কেউ চুপ করে থাকতে পারে না। চোখ বন্ধ করলেই লাশগুলো দেখতে পাই। রক্ত দিয়ে আনা স্বাধীন দেশে এমন মৃত্যু কাম্য নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে যেন আর একটি নিরীহ প্রাণও যেন না ঝরে সেই সেই দাবি জানান বক্তারা। একই সঙ্গে হত্যাকারীদের তদন্তের মাধ্যমে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

সমাবেশে আইনজীবী ও সচেতন নাগরিক খলিল রহমান, নাজমা খানম, শিক্ষক কানিজ সুলতানা, রাজু আহমেদসহ সুনামগঞ্জের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সংগঠক, কর্মী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর