সোমবার, ২৩ জুন, ২০২৫, ঢাকা

নিহতদের স্মরণে ইবিতে মৌন মিছিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৪, ০৯:০২ পিএম

শেয়ার করুন:

নিহতদের স্মরণে ইবিতে মৌন মিছিল

নিহতদের স্মরণে বৃষ্টি উপেক্ষা করে মৌন মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১ আগস্ট) কেন্দ্রীয় কর্মসূচি ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ি মুজিব ম্যুরালের সামনে থেকে মৌন মিছিল বের করেন আন্দোলনকারীরা। 


বিজ্ঞাপন


মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে গিয়ে মিলিত হয়। পরে সেখানে আন্দোলনকারীরা দেশে ঘটে যাওয়া বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন এবং সারাদেশে শিক্ষার্থী হত্যার বিচারসহ ৯ দফা দাবি বাস্তবায়নের বিষয়ে জোরালো দাবি জানায়। 

এসময় আন্দোলনকারীরা বলেন, সারাদেশে আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা চেয়েছিলাম কোটার যৌক্তিক সংস্করণ কিন্তু বিনিময়ে আমরা আমাদের ভাইদের হারিয়েছে। সরকার কোটা সংস্কার করেছে কিন্তু আমাদের ভাইদের হত্যা করে। এ হত্যার দায়ভার কে নিবে? অতিসত্বর প্রধানমন্ত্রীকে হত্যার দায় শিকার করে ক্ষমা চেয়ে ৯ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি। নচেৎ ছাত্রসমাজ বসে থাকবে না।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর