বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

লালমনিরহাটে ৪৯৬ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৪, ০৭:৪৬ পিএম

শেয়ার করুন:

লালমনিরহাটে ৪৯৬ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

লালমনিরহাটের কালীগঞ্জে র‌্যাবের অভিযানে ৪৯৬ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। 

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদর রংপুরের সিনিয়র এএসপি সালমান নুর আলম এ তথ্য জানিয়েছেন।


বিজ্ঞাপন


জানা যায়, র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদর রংপুর এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন চলবলা ইউনিয়নের অন্তর্গত নিথক এলাকার অভিযান পরিচালন করেন। এ সময় মাদক কারবারি শামিমা সরকার (৩৯) এর বাড়ি থেকে ৪৯৬ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে। আটক শামিমা সরকার নিথক সোনাপুকুর এলাকার শাহআলম সরকারের মেয়ে।
 
র‌্যাব -১৩ এর সিনিয়র এএসপি সালমান নুর আলম জানান, আটককৃত শামিমা সরকার প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, দীর্ঘদিন যাবত সে লালমনিরহাট সীমান্তবর্তী এলাকা হতে মাদক সংগ্রহ করে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর