শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

জয়পুরহাটে আন্তঃথানা কাবাডি খেলার ফাইনাল অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৪, ০৭:২৮ পিএম

শেয়ার করুন:

loading/img

জয়পুরহাটে নারী ও পুরুষদের আন্তঃথানা কাবাডি ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে জেলা পুলিশের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় পুলিশ লাইন্স মাঠে এ ফাইনাল  খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।


বিজ্ঞাপন


পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) কেএমএ মামুন খান চিশতী, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, ইশতিয়াক আলম, জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ূন কবির, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবু উপস্থিত ছিলেন।

 টুর্নামেন্টে ৫ টি নারী ও  ৫ টি পুরুষ দল অংশগ্রহণ করে। ফাইনালে জয়পুরহাট সদর থানা নারী দল ২৫-০৮ পয়েন্টে পাঁচবিবি থানা নারী দলকে পরাজিত করে।

অপরদিকে পুরুষদের খেলায় জয়পুরহাট সদর থানা পুরুষ দল ৪৪-০৫ পয়েন্টে পাঁচবিবি থানা পুরুষ  দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

মাদক, সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা থেকে দূরে থাকতে এবং সুন্দর সমাজ গঠনে বেশি করে খেলাধুলার আয়োজন করার আহ্বান জানান পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন