পঞ্চগড়ে নয় দফা দাবি আদায়ে সাধারণ শিক্ষার্থীদে বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা শহরের তেঁতুলিয়া রোডের এলএসডি গুদাম মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে।
মিছিল নিয়ে তারা শহরের শেরে বাংলা পার্ক মোড়ের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়।
বিজ্ঞাপন
এ সময় তারা মহাসড়কের পাশের একটি ভবনের সামনে কিছুক্ষণ বিক্ষোভ করে। একপর্যায়ে তারা আবার সামনে অগ্রসর হতে চাইলে পুলিশি বাধায় থেমে যায়। পরে শিক্ষার্থীরা এলাকা থেকে ফিরে যান। এসময় সতর্ক অবস্থায় ছিল পুলিশ। সড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও আতঙ্কে স্থানীয়রা দোকানপাট বন্ধ করে দেয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করেছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শৃঙ্খলা রক্ষায় শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।
প্রতিনিধি/ এজে