শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

এমপি শিমুলের শোকাবহ আগস্টের তোরণের পোস্টার ছিড়ে ফেলল দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৪, ০৪:৫৯ পিএম

শেয়ার করুন:

এমপি শিমুলের শোকাবহ আগস্টের তোরণের পোস্টার ছিড়ে ফেলল দুর্বৃত্তরা

জাতীয় শোক দিবস উপলক্ষে নাটোর শহরের কানাইখালী এলাকায় সড়কে নাটোর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের উদ্যোগে নির্মিত শোকাবহ আগস্টের তোরণের পোস্টার ছিড়ে ফেলেছে দুর্বৃত্তরা।

বুধবার দিবাগত রাতে শহরের কানাইখালী এলাকায় সড়কে নির্মিত শোকাবহ আগস্টের ওই তোরণের পোস্টার ছিড়ে ফেলা হয়।


বিজ্ঞাপন


ইউনাইটেড প্রেসক্লাবের সামনে শোকাবহ আগস্টে নির্মিত শ্রদ্ধাঞ্জলি তোরণের দুই পাশের অংশের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। ব্যানার স্থানীয় সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের নাম ছেড়া অবস্থায় দেখা গেছে। ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদদের ছবি দিয়ে নির্মিত তোরণে রয়েছে।

এ বিষয়ে নাটোর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। শোকাবহ আগস্টের নির্মিত তোরণের ব্যানার রাতের অন্ধকারে ছিড়ে ফেলেছে। তবে জামায়াত-বিএনপির নেতাকর্মীরা এ ঘটনা ঘটাতে পারে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনকে অবহিত করা হয়েছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর