বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

কিশোরগঞ্জে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘রিমেমবারিং আওয়ার হিরোজ’

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৪, ০৪:৫৪ পিএম

শেয়ার করুন:

loading/img

কিশোরগঞ্জে ‘রিমেম্বারিং দ্য হিরোস বা নায়কদের স্মরণ’ (Remembering our Heroes) কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।


বিজ্ঞাপন


জানা যায়, সারাদেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে, জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্রসমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘Remembering Our Heroes’ (আমাদের নায়কদের স্মরণ) কর্মসূচি ঘোষণা করে। এই কর্মসূচি বাস্তবায়নে গুরুদয়াল সরকারি কলেজ, হরুয়া, আখরাবাজার, খরমপট্টি, কোর্ট এলাকা, আলোরমেলা, বটতলা, শোলাকিয়া, আজিমুদ্দিন স্কুলসহ শহরের বিভিন্ন স্থানের দেয়াল ও ব্রিজে গ্রাফিতি ও দেওয়াল লিখন করছেন শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জের সমন্বয়ক ইকরাম হোসেন বলেন, আজ আমাদের কর্মসূচির মধ্যে রয়েছে ১. নির্যাতনের ভয়ংকর দিন-রাতগুলোর স্মৃতিচারণ। ২. শহীদ ও আহতদের নিয়ে পরিবার এবং সহপাঠীদের স্মৃতিচারণ। ৩. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চালানো নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাংকন/গ্রাফিতি, দেওয়াল লিখন, ফেস্টুন তৈরি, ডিজিটাল পোট্রের্ট তৈরি প্রভৃতি। শহীদদের স্মরণে উপরের যেকোনো কন্টেন্ট/লেখা লিখে নিম্নোক্ত হ্যাশট্যাগ ব্যবহার করে অনলাইনে ও অফলাইনে প্রচার করা। #JulyMassacre #Remembering Our Heroes 'রিমেমবারিং আওয়ার হিরোজ বা নায়কদের স্মরণ’ (Remembering our Heroes) কর্মসূচিতে জেলার সকল শ্রেণি পেশার মানুষকে সর্বাত্মক অংশ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর