মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ধামরাইয়ে পাটের বস্তা ব্যবহার না করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি, সাভার, ধামরাই
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৪, ০৪:১৬ পিএম

শেয়ার করুন:

ধামরাইয়ে পাটের বস্তা ব্যবহার না করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে রাইস মিলে পাটের বস্তা ব্যবহার না করায় ২ কারখানা মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করেন।


বিজ্ঞাপন


অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আতিকুর রহমান।

ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য জানান, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন- ২০১০ অনুযায়ী রাইস মিলে পাটের বস্তা ব্যবহার করতে হয়। ধামরাই উপজেলার দুটি প্রতিষ্ঠান আইন না মেনে পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করেছিলেন। এ কারণে বিসমিল্লাহ অটো রাইস মিল মালিককে ৩০ হাজার টাকা ও কেবিসি এগ্রো ফুড লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ সুরক্ষায় উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর