অতিবৃষ্টিতে বান্দরবান-থানচি সড়কে পাহাড় ধসে পড়ে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মূৎসুদ্দি বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানায়, টানা তিনদিন বৃষ্টিপাতের কারণে বান্দরবান-থানচি সড়কের নীলগিরি এলাকায় পাহাড় ধসে পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যদের দুই ঘণ্টার প্রচেষ্টায় ধসে পড়া মাটি সড়ানোর পর প্রায় চার ঘণ্টা পর বান্দরবান থানচি সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মূৎসুদ্দি ঢাকা মেইলকে জানান, টানা বৃষ্টিতে বান্দরবান থানচি সড়কের পর্যটনকেন্দ্র নীলগিরি পরে একটি স্থানে পাহাড় ধসে সকাল থেকে যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে টানা দুই ঘন্টা ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যদের প্রচষ্টায় রাস্তায় ধসে পড়া মাটি সড়ানো হলে বান্দরবান -থানচি সড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।
প্রতিনিধি/ এজে