বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের সময় সাতক্ষীরা সদর থানায় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় ১৬ শিক্ষার্থীর মধ্যে ১২ জনের প্রত্যেককে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৯ জুলাই) বিকেলে সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক জিয়াউর রহমান উভয় পক্ষের শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।
বিজ্ঞাপন
আদালত সূত্র জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মামলার আসামিদের জিজ্ঞাসাবাদে জন্য প্রত্যেকের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। সোমবার রিমান্ড শুনানির দিন আসামিদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম জিয়াউর রহমান ১২ আসামির প্রত্যেককে জিজ্ঞাসাবাদে জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৮ বছরের নিচে বয়স হওয়ায় ৪ শিক্ষার্থীর রিমান্ড না মঞ্জুর করেন একই আদালত।
আরও পড়ুন
মঙ্গলবার (৩০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছের মামলার তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার এসআই সেলিম জানান, সাতক্ষীরা সদর থানায় দায়ের করা জিআর ৩৩৯/২৪ নম্বর মামলায় গ্রেফতার ১৬ জনের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাধাদানসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
বিজ্ঞাপন
আসামি পক্ষের আইনজীবী অ্যাড. আব্দুল মজিদ আদালতে গ্রেফতার ছাত্রদের রিমান্ড শুনানি বাতিল করে জামিনের আবেদন করেন। এসময় অ্যাড. শাহ আলম, অ্যাড. শহিদুল ইসলামসহ অর্ধশতাধীক আইনজীবী শুনানিতে অংশ নেন।
প্রতিনিধি/টিবি

