সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিক্ষোভ বিকেলে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৪, ০৩:০৮ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিক্ষোভ বিকেলে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে অস্ত্রের মুখে বিবৃতি আদায়ের অভিযোগ ও আন্দোলনকারীদের গুম, খুন না করা এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার (২৯ জুলাই) বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করার কথা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি কিছুক্ষণ আগে এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। 


বিজ্ঞাপন


তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে অস্ত্রের মুখে বিবৃতি আদায় এবং আন্দোলনকারীদের গুম, খুন এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

ক্ষুদে বার্তায় সমন্বয়ক খান তালাত মাহমুদ জানান, দল, মত নির্বিশেষে বাংলাদেশের আপামর জনতাকে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান করছি। প্রিয় দেশবাসী বিক্ষোভে অংশ নিয়ে কর্মসূচি সফল করুন।

এদিকে সমাবেশে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। কোনো ধরনের বিশৃঙ্খলা হলে পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ফোর্স।

এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি এস এম ওবায়দুল হক বলেন, শিক্ষার্থীরা বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে একটি কর্মসূচি দিয়েছে। আমরা সে সম্পর্কে অবগত আছি। এরই মধ্যে জামালখান এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।


বিজ্ঞাপন


সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, না পরিস্থিতি অবনতি হওয়ার শঙ্কা নেই। তবে পুলিশ অবশ্যই সতর্ক অবস্থানে থাকবে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে চট্টগ্রামে এ পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন দুই শতাধিক শিক্ষার্থী। 

প্রতিনিধি/একেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর