রোববার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

মামলার তদন্তকাজে বেরিয়ে সাপের কামড়ে এসআই আহত

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৪, ১২:০৭ পিএম

শেয়ার করুন:

মামলার তদন্তকাজে বেরিয়ে সাপের কামড়ে এসআই আহত

দিনাজপুরের বিরামপুরে দায়িত্ব পালনকালে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) সাপের দংশনে আহত হয়েছেন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিজুলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত পুলিশ কর্মকর্তার নাম আব্দুর রশীদ। তিনি বিরামপুর থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত আছেন।

ওসি সুব্রত কুমার সরকার জানান, শুক্রবার সকালে উপপরিদর্শক আব্দুর রশীদ এক মামলার তদন্তকাজে বিজুলডাঙ্গা এলাকায় যান। সকাল সাড়ে ১০টার দিকে তিনি গাড়ি থেকে নেমে রাস্তার পাশে এক চেয়ারে বসে ছিলেন। এ সময় একটি সাপ চেয়ার বেয়ে উঠে তার বাঁ হাতের আঙুলে দংশন করে। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে থাকা পুলিশ সদস্যরা তাকে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তাকে কী ধরনের সাপ দংশন করেছে তা তাৎক্ষণিক কেউ বলতে পারেনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল চিকিৎসক শাহরিয়ার পারভেজ জানান, আহত পুলিশ কর্মকর্তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে, তাকে বিষধর কোনো সাপ কামড় দেয়নি।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর