শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ঢাকা

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু 

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৪, ০৯:৩৯ পিএম

শেয়ার করুন:

সেন্টমার্টিনে ২ জনের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ একজন

পঞ্চগড় সদর উপজেলায় মাছ ভর্তি পুকুরের ওপর দিয়ে বৈদ্যুতিক লাইন টানতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুর ইসলাম (২৬) নামে এক হোটেল শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের লসকরপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।


বিজ্ঞাপন


নিহত নুর ইসলাম একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মাছে ভর্তি পুকুর অন্ধকারে থাকায় বিকেলে নিজেদের পুকরের ওপরে বাঁশ দিয়ে লাইন টেনে বাতি দিতে যায় নুর ইসলাম। এ সময় পুকুরের ওপর থাকা ১১ হাজার ভোল্টের লাইনের ওপর দিয়ে একটি কাঁচা বাঁশ দিয়ে তার পার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পানিতে পড়ে যায় সে। পাশে থাকা স্থানীয়রা তা দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর