রোববার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

মাগুরায় কোটা আন্দোলনে সহিংসতার ঘটনায় গ্রেফতার ৪০

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৪, ০৬:৫৩ পিএম

শেয়ার করুন:

নরসিংদীর জেল পালানো খুনের আসামি ময়মনসিংহে গ্রেফতার

মাগুরায় কোটা আন্দোলনে সহিংসতা ও নাশকতার মামলায় ১১ জনসহ অন্তত ৪০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৫ জুলাই) ও  শুক্রবার (২৬ জুলাই) জেলা বিভিন্ন স্থান থেকে বিএনপির আর ১১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতারদের মধ্যে রয়েছেন জেলা যুবদলের সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদসহ অন্তত ৪০ জন।

মাগুরা জেলা বিএনপির আইনজীবী অ্যাডভোকেট শাহেদ হাসান টগর বলেন, ১৯ জুলাই ছাত্র আন্দোলনের সময় পুলিশ বাদী হয়ে সরকারি কাজে বাধা দেওয়া উল্লেখ করে কয়েকটি ধারায় মামলা করে। এরপর বিএনপির প্রায় ৩০ থেকে ৪০ জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।

জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ বলেন, যেহেতু ইন্টারনেট সেবা ঠিক ছিল না, তাই অনেকের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হচ্ছে না।  

তিনি আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের প্রতি আমাদের দলের নৈতিক সমর্থন ছিল। সেখানে শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্নখাতে নেওয়ার জন্য আমাদের জড়ানো হয়েছে। এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। কোটা সংস্কার আন্দোলনে নাশকতায় বিএনপির কোনো হাত নেই।


বিজ্ঞাপন


মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেহেদি রাসেল বলেন, চলতি সপ্তাহ ধরে বিভিন্ন মামলায় আসামিদের গ্রেপ্তার  করা হয়েছে। গ্রেফতার সবাই কোনো না কোনো মামলার আসামি। এ অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর