বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

নাটোরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৪, ০৬:২৩ পিএম

শেয়ার করুন:

loading/img

নাটোরের বড়াইগ্রামে স্ত্রী রুবিয়া খাতুনকে (৩৮) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আসাদুল ইসলামের (৪২) বিরুদ্ধে।

মঙ্গলবার (২৪ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার চান্দাই ইউনিয়নের সাতইল গোরস্থানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতের বড় ছেলে আশিক ইসলাম ও গৃহবধূর ভাই রমজান আলী এ অভিযোগ করেন।

আরও পড়ুন

চুয়াডাঙ্গায় ভ্যানচালক হত্যায় আসামির আমৃত্যু কারাদণ্ড

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবার বাড়ির জমি বিক্রি করে টাকা আনার জন্য স্বামী আসাদুল বিভিন্ন সময় রুবিয়াকে চাপ দিতেন। টাকার জন্য মাঝেমধ্যে তাকে শারীরিকভাবে নির্যাতন করতেন। কিন্তু গৃহবধূ টাকা এনে না দেওয়ায় মঙ্গলবার রাতে তাকে বেদম মারধর করেন তার স্বামী। এ সময় গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বড়াইগ্রাম থানার ওসি শফিউল আযম খান ঢাকা মেইলকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট এলে নিশ্চিত হওয়া যাবে এটা হত্যা না আত্মহত্যা। এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub