শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ষড়যন্ত্র বন্ধের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ 

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি 
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৪, ০৯:০২ পিএম

শেয়ার করুন:

ষড়যন্ত্র বন্ধের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ 

পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ১৯০০ বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে খাগড়াছড়িতে বিশাল গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। 

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে খাগড়াছড়ি সদরের চেঙ্গী স্কোয়ারে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। 


বিজ্ঞাপন


এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার ছাত্র-ছাত্রী, যুবক ও নারী-পুরুষ অংশগ্রহণ করেন।  

সমাবেশে বক্তারা বলেন, ১৯০০ সালের রেগুলেশন আমাদের রক্ষাকবচ। রাজা, হেডম্যান, কার্বারি প্রথা বাতিলের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। ১৯০০ সালের আইন পুনর্বহালের দাবিতে ইউপিডিএফ যখন জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলন করছে, তখন জেএসএস উল্টো পথে হেঁটে ইউপিডিএফের ওপর সশস্ত্র হামলা করার চেষ্টা করছে। 

এ সময় বক্তব্য রাখেন ইউপিডিএফ-এর সংগঠক লালন চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সভাপতি কনিকা দেওয়ান, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরুন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি শোভা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য শান্ত চাকমা।  

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর