কুমিল্লার কোটবাড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টা থেকে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে কোটবাড়ি মোড়ে জড়ো হয়।
বিজ্ঞাপন
ওখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন। এর ফলে ঢাকা ও চট্টগ্রামের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাস্তায় সৃষ্টি হয় ভয়াবহ যানজটের। এসময় পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে গুলি ছুড়ে। এতে প্রায় ১৩ জন শিক্ষার্থী আহত হয় বলে জানান শিক্ষার্থীরা। আহতদের চিকিৎসা সেবা দিতে কুমেক হাসপাতাল, সেন্ট্রাল ও সদর হাসপাতালে পাঠানো হয়।
এছাড়া বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষার্থী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার মাধাইয়ায়ে বিক্ষোভ মিছিল করে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসানকে মোবাইলে কল দিলে এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
প্রতিনিধি/একেবি

