শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

রাজপথে কোটাবিরোধী শিক্ষার্থীরা, থমথমে রংপুর

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৪, ০২:৫৬ পিএম

শেয়ার করুন:

রাজপথে কোটাবিরোধী শিক্ষার্থীরা, থমথমে রংপুর

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘিরে থমথমে অবস্থা বিরাজ করছে রংপুরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে কোটা বিরোধী শিক্ষার্ধীদের সংখ্যা। রংপুর নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে একের পর এক মিছিল করছে শিক্ষার্থীরা। এ কারণে রংপুরের দোকানপাট তেমন খোলেনি। অফিস আদালত খোলা থাকলেও লোকজনের উপস্থিতি কম রয়েছে। তবে সকালে দুরপাল্লার বাসচলাচল করলেও দুপুরের দিকে বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে রংপুর নগরীর জিলা স্কুল চত্বর থেকে কোটা আন্দোলনকারীদের একটি মিছিল বের হয়।


বিজ্ঞাপন


সরেজমিনে দেখা যায়, সকাল ১১টার পর থেকে রংপুর নগরীর কাচারী বাজার জিলা স্কুল এর সামনে আসতে শুরু করে কোটা আন্দোলনকারীরা। প্রথমে তাদের জমায়েতে পুলিশ বাধা দিলেও পরে বাধা প্রদান থেকে বিরত থাকে। এরপর পরেই পুলিশ ও বিজিবির উপস্থিতি বাড়তে থাকে।

অন্যদিকে, নগরীর বিভিন্ন অলিগলি থেকে আসতে থাকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে উচ্চ স্বরে চলতে থাকে শ্লোগান। পুলিশ তখন ওই রাস্তায় চলাচল বন্ধ করে দেন। কোটা আন্দোলনকারীরা একসময় জিলা স্কুলের সামনের রাস্তা বন্ধ করে দেয়। পরে বিভিন্ন স্কুল কলেজ থেকে শিক্ষার্থীদের আসা বন্ধ হলে মিছিল বের করে তারা। জিলা স্কুল এর সামনে থেকে মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় তাদের হাতে লাঠি দেখা যায়। মিছিলের সময় দোকানপাট খোলা থাকলে সেগুলো বন্ধ করে দিতে দেখা গেছে। পরে মিছিলটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর বিভিন্ন মহাসড়ক ধরে আরও কোটা আন্দোলনকারীদের মিছিল আসতে থাকে। একসময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের সংখ্যা কয়েকগুণ হতে থাকে। একসময় মডার্ণ মোড় হয়ে, পার্কের মোড় এবং লালবাগ পর্যন্ত শিক্ষার্থীরাা ছড়িয়ে পরে। এসময় শ্লোগানে শ্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড় এলাকা। তবে সেখানে তারা গণজমায়েত করবে শুধু না সমাবেশ করবে এখনও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

r2

এদিকে, দুপুরের দিকে রংপুরের মিঠাপুকুর থেকে শঠিবাড়ি পর্যন্ত মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকা দখলে নিয়ে অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগ শিকার হন যাত্রাসাধারণরা।


বিজ্ঞাপন


অন্যদিকে, রংপুরে কোটা আন্দোলনকারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘিরে দলীয় কার্যালয়ে সকাল থেকেই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা জমায়েত হতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমায়েত বৃদ্ধি পায়। দলীয় কার্যালয় ঘিরে তাদের অবস্থান করতে দেখা গেছে।

এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম বলেন, আমাদের দলীয় নেতাকর্মীরা সকালেই দলীয় কার্যালয়ে জমায়েত হয়েছে। আমরা দিনভর এখানে অবস্থান করবো। আমরা শিক্ষার্থীদের কর্মসূচি পর্যবেক্ষণ করছি।

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনে পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হবে না। তবে জানমালের ক্ষতি সাধনের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের একাধিক কর্মকর্তা। তবে রংপুর নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে ও আওয়ামী লীগের দলীয় কার্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বিজিবি-পুলিশকে সতর্ক অবস্থানে দেখা গেছে। এছাড়াও সড়কে নিয়মিত টহল দিতে দেখা বিজিবিকে।

উল্লেখ্য, মঙ্গলবার কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের সময় পুলিশ রাউন্ড গুলি ও রাবার বুলেট নিক্ষেপ আন্দোলনকারীদের হটিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আবু সাঈদ একাই দাঁড়িয়ে থেকে মোকাবিলার চেষ্টা করেন। পুলিশের সামনে বুক উঁচিয়ে দেয়। এসময় বুকে গুলি লাগলে মাটিতে লুটিয়ে পড়েন সাঈদ। তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুধবার সকাল ৯টায় রংপুরে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। এর আগে জাফরপাড়া মাদরাসা মাঠে তার জানাজা হয়। এরপর থেকেই রংপুরে থমথমে অবস্থা বিরাজ করছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর