ঝিনাইদহের মহেশপুরে ৫ কেজি ওজনের ১২টি স্বর্ণেরবারসহ ৩ চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
বুধবার (১৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সীমান্তবর্তী উপজেলা মহেশপুরের ফতেপুর এলাকা থেকে তাদের আটক করা হয় ।
বিজ্ঞাপন
আটক ব্যক্তিরা হলেন, দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার সুজাপুর গ্রামের মৃত শ্যামল কান্তিপালের ছেলে তপু পাল (৩৭), সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার মাইজাইল গ্রামের মহাদেব চক্রবর্তীর ছেলে মোহন চক্রবর্তী (৪২), একই জেলার সারুটিয়া থানার সারুটিয়া গ্রামের মৃত গুলজার হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৫৫)।
৫৮ বিজিবির অধিনায়ক শাহ মো. আজিজুস শহীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মহেশপুর-জীবননগর রুটের কোন এক বাসে করে স্বর্ণ পাচার হতে যাচ্ছে। সে তথ্য অনুযায়ী, মহেশপুর-জীবননগর মহাসড়কে ফতেপুর শিশুতলা নামক স্থানে চেকপোষ্ট বসায় বিজিবি। এরপর ঝিনাইদহের কালীগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে চার কোটি পঁচাশি লাখ একাশি হাজার চুয়ান্ন টাকার ৫ কেজি ১৪.৫৯ গ্রাম ওজনের ১২টি স্বর্ণেরবারসহ ৩ জনকে আটক করা হয় ।
তিনি আরও জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বার ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/ এজে

