শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সরকারি নির্দেশনার পর রাজশাহী নগরীর সকল মেস ও ছাত্রাবাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন মেস মালিকরা। মঙ্গলবার (১৬ জুলাই) রাতে তারা সিদ্ধান্তের কথা জানান।
বুধবার (১৭ জুলাই) দুপুর ১২টার ভেতর শিক্ষার্থীদের মেস ছাড়তে নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞাপন
এরপর বুধবার সকাল থেকে নগরীর বিভিন্ন দিয়ে শিক্ষার্থীরা বাসায় ফিরে যাচ্ছেন। বেলা ১১টার দিকে নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর এলাকায় গিয়ে দেখা যায়, হাতে ও পিঠে ব্যাগ নিয়ে শিক্ষার্থীরা রিকশা ও অটোরিকশাযোগে রেলগেট আসছেন। নিজ গন্তব্যের বাস কাউন্টারে গিয়ে বাসের জন্য অপেক্ষা করছেন।
এ সময় তাদের সঙ্গে কথা হয়। শিক্ষার্থীরা জানান, তারা রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত। রাতেই মেস বন্ধের কথা জানানো হয়েছে। মেস মালিক দ্রুত মেস ছেড়ে চলে যেতে বলেছেন। এক শিক্ষার্থী বলেন, আমার বাসা চাঁপাইনবাবগঞ্জ। কয়েকজন বন্ধু মিলে চলে যাচ্ছি। এখন বাসের জন্য অপেক্ষা করছি।
বিজ্ঞাপন
এর আগে, রাতে মহানগর মেস মালিক সমিতি থেকে জানানো হয়, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে তাদের এমন সিদ্ধান্ত। চলমান সংকট নিরসন হলে পুনরায় মেস চালু করা হবে।
প্রতিনিধি/ এজে