মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুর ইউপির উপনির্বাচন স্থগিত

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৪, ১০:৫৩ এএম

শেয়ার করুন:

সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুর ইউপির উপনির্বাচন স্থগিত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোৰ্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের শূন্য আসনের নির্বাচন স্থগিতাদেশ জারি করেছে নির্বাচন কমিশন। 

মঙ্গলবার (১৬ জুলাই) বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবলায়ের নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত একপত্রে এ তথ্য জানা গেছে।  
 
ওই পত্রে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের স্মারকের বিষয় ও সূত্রের প্রেক্ষিতে মাননীয় হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ৩৮৮৭/২০২৪ এর ০৯ জুলাই ২০২৪ তারিখের আদেশ প্রতিপালনার্থে ২৭ জুলাই ২০২৪ তারিখে অনুষ্ঠেয় গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলাধীন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচন আদেশের তারিখ হতে ৩ মাসের জন্য স্থগিত রাখার আইনগত বাধ্যবাধকতা থাকায় উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচন স্থগিত রাখার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। 


বিজ্ঞাপন


উল্লেখ্য: সাদুল্লাপুর উপজেলার ১১নং খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মনজুরুল ইসলামের বিরুদ্ধে ব্যাংক স্টেটমেন্ট, ক্যাশবুক ও বরাদ্দ রেজিস্ট্রার সঠিকভাবে লিপিবদ্ধ না করে ভিন্ন রশিদে অর্থ আদায়সহ আসবাপত্র ক্রয়ের নামে দুই লাখ টাকা আত্নশাতের অভিযোগে পরিষদটির ১১ জন সদস্য অনাস্থা প্রস্তাব করেন। সেটি প্রশাসনের সরেজমিনে তদন্তে উথ্থাপিত অভিযোগ সমূহ প্রমাণিত হয়। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) বিধান অনুযায়ী সরকার কর্তৃক অনাস্থা প্রস্তাবটি অনুমোদন হওয়ায় জনস্বার্থে ওই ইউপির চেয়ারম্যান সৈয়দ মনজুরুল ইসলামের পদটি শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার বিভাগ। 

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর