সারাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে বান্দরবান জেলার সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন। এ সময় জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

বিজ্ঞাপন
মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ৩টায় জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন জেলার ছাত্র-ছাত্রীসহ শতাধিক সাধারণ শিক্ষার্থী।

মানববন্ধনে কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সায়মা রহমান পায়েল তার বক্তব্যে বলেন, ঢাকায় কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর যে হামলা চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও তীব্র নিন্দা জানায়। একই সঙ্গে সরকারের কাছে কোটা সংস্কারের দাবি জানিয়েছেন তিনি মানববন্ধন শেষে কোটা সংস্কার সমর্থিত মানববন্ধনকারী সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে ট্রাফিক মোড় প্রদক্ষিণ করার সময় জেলার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পুলিশের ব্যারিকেড ভেঙে অতর্কিত হামলার চালায়। এতে সাধারণ ছাত্র-ছাত্রীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে হামলাকারী ছাত্রলীগের কর্মীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে সমাবেশ করেন।

বিজ্ঞাপন
এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মারমা বলেন, আজকের বান্দরবান জেলার সাধারণ শিক্ষার্থীরা সারাদেশের চলমান আন্দোলনের সমর্থনে শান্তিপূর্ণ মানবন্ধনের শুরু থেকেই আমরা পাশাপাশি ছিলাম। আমরাও কোটা সংস্কার দাবিকে সমর্থন করি। কিন্তু মানববন্ধনের পর বিক্ষোভ মিছিলে বিএনপি ও জামায়াত শিবিরের নেতাকর্মীরা ঢুকে পড়ে দেশদ্রোহীতামূলক শ্লোগান দিতে থাকলে আমরা তাদের থামাতে এগিয়ে যায়। তখন জেলার আইনশৃঙ্খলা কাজে নিয়োজিত পুলিশ সদস্যরা দুপক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
প্রতিনিধি/এসএস

