বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

বেলকুচিতে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৪, ০১:০৬ পিএম

শেয়ার করুন:

loading/img

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তিনটি ইউনিয়নের বন্যা দুর্গত ২২০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে বেলকুচি অবস্থিত শক্তি ফাউন্ডেশন নামের এনজিও।

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে বেলকুচি জিধুরী হাফিজিয়া মাদরাসা মাঠে শক্তি ফাউন্ডেশনের আয়োজনে দুর্গত মানুষের মধ্যে চাল, ডাল, আলু, চিড়া, বিস্কুট, লবণ, স্যালাইন, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট বিতরণ করা হয়।


বিজ্ঞাপন


ত্রাণ বিতরণ অনুষ্ঠানে শক্তি ফাউন্ডেশনের ডিভিশনাল হেড (উপ-পরিচালক) শেখ হাসানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বেলকুচি পৌরসভার প্যানেল মেয়র ইকবাল রানা। স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ শক্তি ফাউন্ডেশনের রিজিওন হেড মো. তরিকুল ইসলাম।

এ সময় স্বাগত বক্তব্যে তরিকুল ইসলাম বলেন, নিজ অর্থায়নে পরিচালিত শক্তি ফাউন্ডেশন শুধু ঋণ সহায়তায় মধ্যেই সীমাবদ্ধ নয়, ফাউন্ডেশনের সদস্য  মা-বোনদের বিভিন্ন জটিল রোগের চিকিৎসার বিশেষ সুবিধার ব্যাবস্থা রয়েছে দেশের বড় বড় হাসপাতালগুলোতে। এছাড়াও শক্তি ফাউন্ডেশনের সদস্যদের জন্য বিভিন্ন সময় ক্যাম্পিংয়ের মাধ্যমে ফ্রী মেডিকেল চিকিৎসা ও ঔষুধ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, শক্তি ফাউন্ডেশনের এরিয়া সুপার ভাইজার মুকুল কুমার শীল, বেলকুচি শাখা ব্যবস্থাপক রফিকুল ইসলামসহ শাখার সদস্য ও কর্মকর্তারা।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর


News Hub