সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লালপুরে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৪, ১১:৫৬ এএম

শেয়ার করুন:

স্বামীর সঙ্গে ঘুরতে বেরিয়ে নববধূকে গণধর্ষণ, গ্রেফতার ৭

নাটোরের লালপুরে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

সোমবার (১৫ জুলাই) দুপুরে এঘটনায় লালপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী।


বিজ্ঞাপন


অভিযুক্ত শ্বশুর মিজানুর রহমান (৪০) উপজেলার পাইকপাড়া গ্রামের আমজাদ আলীর ছেলে। তিনি একজন ভ্যান চালক।

মামলা সূত্রে জানা গেছে, গত দুই মাস আগে অভিযুক্ত আসামি মিজানুর রহমানের ছেলে মো. লিমন হোসেনের (১৯) সঙ্গে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই আসামি ছেলের বউকে বিভিন্ন ধরণের কু-প্রস্তাব দেয়। বিষয়টি গৃহবধূ তার স্বামীকে জানান। গত ১২ জুলাই শুক্রবার সকালে পরিবারের সবাই বাঘায় একটি অনুষ্ঠানে দাওয়াতে যায়। এরপর দুপুরে আসামি সবাইকে রেখে একা বাড়িতে ফিরে এসে ছেলের বউকে ঘরে পানি নিয়ে আসতে বলে। ঘরে পানি নিয়ে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনা কাউকে বললে প্রাণনাশের হুমকি দেন আসামি। পরে বিষয়টি জানাজানি হলে শ্বশুর কৌশলে পালিয়ে যায়। এরপর ভূক্তভূগি ওই গৃহবধূ লালপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

লালপুর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ ঢাকা মেইলকে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামি পলাতক রয়েছে। পুলিশ গ্রেফতারে অভিযানে রয়েছে। 

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর