সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ঢাকা

নিখোঁজের ২২ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৪, ১১:২৬ এএম

শেয়ার করুন:

loading/img

কিশোরগঞ্জের কটিয়াদীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে ভেসে ওঠা ইমন (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে কটিয়াদী উপজেলা চত্বরের সামনে অবস্থিত  এক পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইমন কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের উত্তর চর ঝাকালিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে এবং কটিয়াদী ০১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির মেধাবী ছাত্র।


বিজ্ঞাপন


পরিবারের সূত্রে জানা যায়, ইমন সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৬টায় কটিয়াদী পৌরসভার পশ্চিম পাড়া এলাকায় সুজিস স্যার নামের একজনের কাছে প্রাইভেট পড়তে বাসা থেকে রওনা হয়। তবে প্রাইভেট ছুটি হওয়ার পরেও বাসায় ফিরেনি সে। পরে দীর্ঘসময় তাকে খোঁজাখুঁজি করেন স্বজনরা। সন্ধান না পেয়ে এদিন দুপুরে কটিয়াদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। পরে মঙ্গলবার ভোরে কটিয়াদী উপজেলা পরিষদের পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ওসি মোহাম্মদ দাউদ বলেন, উপজেলা পরিষদের পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন