রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

জয়পুরহাটে কৃষক হত্যা, স্বামী-স্ত্রীসহ তিনজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৪, ০৫:১৫ পিএম

শেয়ার করুন:

জয়পুরহাটে কৃষক হত্যা, স্বামী-স্ত্রীসহ তিনজনের যাবজ্জীবন

জয়পুরহাটে কৃষক হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১৫ জুলাই) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাড. উদয় সিংহ।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পাঁচবিবি উপজেলার বড়পুকুরিয়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে সানাউল, তার স্ত্রী লতিফা ওরফে বেলো বেগম ও ছেলে ফিরোজ।

আরও পড়ুন

সোনালী ব্যাংক গ্রাহকের ১০ লাখ টাকা ছিনতাই, যুবক গ্রেফতার

মামলার বিবরণে জানা গেছে, পাঁচবিবি উপজেলার বড়পুকুরিয়া গ্রামের কৃষক নুরুল ইসলামের সঙ্গে আসামিদের জমি বন্ধকের টাকা লেনদেন নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে ২০১৬ সালের ৩ জানুয়ারি সকালে নুরুলের সঙ্গে আসামিদের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে আসামিরা নুরুলের মাথায় কোদাল দিয়ে আঘাত করেন। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থা আরও খারাপ হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল ও তারপরে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।


বিজ্ঞাপন


এ ঘটনায় নিহতের স্ত্রী আঞ্জুয়ারা বেগম বাদী হয়ে পরের দিন থানায় মামলা করলে দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত এ রায় দেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন