বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

শেরপুরে ইয়াবাসহ কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৪, ০৪:৩৬ পিএম

শেয়ার করুন:

loading/img

শেরপুরের নালিতাবাড়ীতে ১০ পিস ইয়াবাসহ মনিরুল ইসলাম মনির (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুলাই) দুপুরে গ্রেফতার মনিরুল ইসলাম মনিরকে শেরপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।


বিজ্ঞাপন


এর আগে রোববার গভীর রাতে উপজেলার সমশ্চূড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

আসামি ধরতে নদীতে ঝাঁপ, পুলিশ কর্মকর্তার মৃত্যু 

গ্রেফতার মনিরুল ইসলাম উপজেলার পাহাড়ী এলাকা পশ্চিম সমশ্চূড়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় মনিরুল ইসলাম মনিরকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া জানান, গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন