এক বছরের সাজা এড়াতে ১১ বছর পলিয়েও মো. শহিদ উল্যাহর শেষ রক্ষা হলো না।
রোববার (১৪ জুলাই) ভোরে শহীদকে তার নিজ এলাকা ফেনীর সোনাগাজী থানার পুলিশ গ্রেফতার করে।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, ২০১৩ সালে যৌতুক নিরোধ আইনে দোষী সাব্যস্ত করে শহীদকে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। তখন থেকে তিনি পলাতক ছিলেন।
আজ ভোরে তাকে গ্রেফতার করা হয়। শহীদ উপজেলার চর ছান্দিয়া ইউনিয়নের বাসিন্দা। দুপুরে মো. শহিদ উল্যাহকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় পলাশ গ্রেফতারের তথ্য নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস