বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

ভোলায় শ্যালকের পর ১০ হাজার ইয়াবাসহ দুলাভাই আটক

জেলা প্রতিনিধি, ভোলা
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৪, ০৪:৪৭ পিএম

শেয়ার করুন:

loading/img

ভোলার বোরহানউদ্দিনে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আলাউদ্দিন (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।

রোববার (১৪ জুলাই) ভোররাতে উপজেলার হাকিমুদ্দিন বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


আটক আলাউদ্দিন ভোলার লালমোহন উপজেলার চরলক্ষ্মী গ্রামের মৃত আজাহার মীরের ছেলে। এর একমাস আগে আলাউদ্দিনের শ্যালক শাহাবুদ্দিনকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছিল বোরহানউদ্দিন থানা পুলিশ।

আরও পড়ুন

বস্তাভর্তি গাঁজাসহ নারী আটক

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মামুন-অর-রশিদ (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম হাকিমুউদ্দিন বেড়িবাঁধ এলাকা থেকে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলাউদ্দিনকে আটক করে। আটক মাদক কারবারি ঢাকা থেকে তাসরিফ ১৪ লঞ্চযোগে ভোলায় আসছিল।

এর ২ মাস আগে বোরহানউদ্দিন থানার পুলিশ ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আলাউদ্দিনের শ্যালক শাহাবুদ্দিনকে আটক করেছিল। পুলিশ বলছে, তারা শ্যালক-দুলাভাই একত্রিত হয়ে মাদক কারবার করে। তবে এই বিপুল পরিমাণ মাদক আলাউদ্দিন কোথায় নিয়ে যাওয়ার জন্য ঢাকা থেকে এনেছিল তার বিস্তারিত কোনো তথ্য পুলিশ সাংবাদিকদের নিশ্চিত করতে পারেনি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর