মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

মানিকগঞ্জে ডিবি পরিচয়ে অটোরিকশা ছিনতাই, আটক ১

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৪, ০৪:৩৬ পিএম

শেয়ার করুন:

মানিকগঞ্জে ডিবি পরিচয়ে অটোরিকশা ছিনতাই, আটক ১

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে এক বৃদ্ধের অটোরিকশা ছিনতাই করে পালানোর সময় মো. সুমন (৩০) নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

রোববার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের পাইকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আটক সুমন শেরপুর সদর উপজেলার তারাকান্দি এলাকার মৃত সাগর আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সাটুরিয়া থানার সেকেন্ড অফিসার (এস আই) সুলতান মাহমুদ।

আরও পড়ুন

বিকাশের টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৬

তিনি বলেন, সকালে ডিবি পুলিশ পরিচয়ে নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড থেকে প্রবীর চন্দ্র সরকারের (৬৫) অটোরিকশায় ওঠে তিন যুবক। পরে অটোরিকশা চালক তাদেরকে নিয়ে কিছুদূর যাওয়ার পর পাইকপাড়া এলাকায় পৌঁছালে মৃত্যুর ভয় দেখিয়ে তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে তাকে রাস্তার পাশে ফেলে রেখে যায়।


বিজ্ঞাপন


পরে প্রবীর চন্দ্র সরকার কান্নাকাটি শুরু করলে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ওই তিন যুবকের পিছু নেন। এ সময় ছিনতাইকারী চক্রের দুজন দৌড়ে পালিয়ে গেলেও সুমনকে আটক করে গণধোলাই দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে সুমনকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর