দিনাজপুরের বীরগঞ্জে নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) রাত ৮টায় উপজেলার মোহনপুর ইউনিয়নের ভগীরপাড়া গ্রামের পাথরঘাটা নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বিজ্ঞাপন
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মরদেহটি অর্ধগলিত অবস্থায় নদীতে ভাসছিল। নিহত নারীর বয়স ৩৫ থেকে ৪০ বছর হবে।
মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিনুর রহমান বলেন, শুক্রবার বিকেল ৫টায় স্থানীয়রা মরদেহটি নদীতে ভাসতে দেখেন। পরে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধারের কাজ শুরু করে পুলিশ। ভারি বৃষ্টির কারণে মরদেহ উদ্ধারে বেশ সময় লাগে।
আরও পড়ুন
ওসি মজিবুর রহমান বলেন, অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় এখনও পাওয়া যায়নি। আমরা তথ্য-প্রযুক্তির মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করছি। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
টিবি

