সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নাটোরে ঘোড়ার গাড়িতে ইমামের রাজকীয় বিদায়

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ১২ জুলাই ২০২৪, ০৮:০৪ পিএম

শেয়ার করুন:

নাটোরে ঘোড়ার গাড়িতে ইমামের রাজকীয় বিদায়

নাটোরের গুরুদাসপুর উপজেলায় মাওলানা মো. মোতালেব হোসেন নামের এক ইমামকে নানা আয়োজন ও সংবর্ধনার মধ্য দিয়ে রাজকীয় বিদায় দিয়েছেন এলাকাবাসী।

শুক্রবার (১২ জুলাই) বাদ জুম্মা উপজেলার চাঁচকৈড় কাঁচারিপাড়া জামে মসজিদ থেকে ১০ কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে চড়ে নিজ বাড়িতে ফিরেন ইমাম। এ সময় মুসল্লিদের ভালবাসায় সিক্ত হয়ে কেঁদে ফেলেন ইমাম মোতালেব হোসেন। 


বিজ্ঞাপন


ইমামকে বিদায় দিতে সকাল থেকেই ঘোড়ার গাড়ি সাজ-সজ্জায় ও সাজানোর কাজ করেন শত শত মুসল্লিরা। এরপর বাদ জুম্মার পর জামে মসজিদের ৭২ বছর বয়সী ইমামকে হাত ধরে ঘোড়ার গাড়িতে তুলেন এলাকাবাসী। এসময় উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর কাছে নিজের ভুলত্রুটি ক্ষমা চান তিনি। ঘোড়ার গাড়ির সামনে-পেছনে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলনালি গ্রামে ইমামের নিজ বাড়িতে পৌঁছে দেন এলাকাবাসী। এর আগে বিদায়ী ইমাম মোতালেব হোসেনের হাতে এলাকাবাসীর পক্ষ থেকে নগদ এক লাখ টাকা তুলে দেন। 

ইমাম মাওলানা মোতালেব হোসেন বলেন, ১৯৮৯ সালে এ মসজিদে ইমাম হিসাবে দায়িত্ব পালন করি। ৩৫ বছর ইমামতি করার সময় মহল্লার সকল মুসল্লি পরিবারের ভালোবাসা পেয়েছি। বিদায় বেলাতেও আমাকে এত ভালোবাসা ও সম্মান দেওয়ায় আমি সত্যিই মুগ্ধ হয়েছি। এমন আয়োজন প্রতিটি মসজিদে, প্রতিটি ইমামের জন্য করা হোক।

মসজিদ কমিটির সভাপতি আমজাদ হোসেন বলেন, ইমাম সমাজের একজন নেতা। কিন্তু বিদায় বেলা আমাদের সমাজে ইমামদের প্রাপ্য সম্মান পায় না।  এলাকাবাসীর উদ্যোগে তাদের অক্লান্ত পরিশ্রমে ইমামকে যে আয়োজনের মধ্য দিয়ে বিদায় দিয়েছেন তা স্মরণীয় হয়ে থাকবে। এমন আয়োজন প্রতিটি এলাকার মুসল্লিদের দরকার।

এসময় উপস্থিত ছিলেন-মসজিদ কমিটির সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক বরকত আলী, শাহজাহান আলী শেখ, আমিরুল ইসলাম সাগর, ইউসুফ আলী, আব্দুল আলীম ফকির, আব্দুল্লাহ শেখ, মতিউর রহমান শেখসহ শত শত মুসল্লিরা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর