সাতক্ষীরার পাটকেলঘাটার কুমিরা এলাকার কপোতাক্ষ নদীর পাড় থেকে অজ্ঞাতনামা (৪২) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১২টার দিকে নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে লাশের নাম পরিচয় মেলেনি।
বিজ্ঞাপন
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেলা ১২টার দিকে স্থানীয় কিছু লোক কুমিরা এলাকার কপোতাক্ষ নদীর পাড়ে একটি অর্ধগলিত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। এরপরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ওসি আরও জানান, লাশের পাশ থেকে দুটি কীটনাশক ওষুধের বোতল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে। তবে এখন পর্যন্ত লাশের নাম পরিচয় মেলেনি। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/টিবি