সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক কাসেম আলী কাগুজী হত্যা মামলার প্রধান আসামি মুসা গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। মুসা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
বুধবার (১০ জুলাই) ভোরের দিকে নড়াইল জেলার তুলারামপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: নরসিংদীতে সবজি বিক্রেতাকে কুপিয়ে হত্যা
আসামি মুছা গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের আফসার আলী গাজীর ছেলে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
এছাড়াও এ ঘটনায় আরও পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নড়াইলের তুলারামপুর গ্রামের এরশাদ আলীর বাড়ি থেকে মুছা গাজীকে গ্রেফতার করা হয়। অন্যান্য আসামিদের গ্রেফতারেও অভিযান চালানো হচ্ছে।
প্রসঙ্গত, গত ৪ জুলাই মধ্যরাতে স্ত্রীকে নৌকায় বেঁধে রেখে গাবুরা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক কাশেম আলী কগুজিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্ত্রী ফিরোজা বেগম বাদী হয়ে মুছা গাজীসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
প্রতিনিধি/ এমইউ